দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি দিবে ঢাবি

সময় ট্রিবিউন | ১৩ জুন ২০২১, ০৫:২০

ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রদত্ত বৃত্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহবান করা হয়েছে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাবি ডেপুটি রেজিস্ট্রার শিউলি আফছার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক ( প্রথম বর্ষ) পর্যায়ের শিক্ষার্থীদের এই বৃত্তি দেয়া হবে। মেধাবি কোটার ক্ষেত্রে প্রতিটি শিক্ষাবর্ষ থেকে একজন করে শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হবে। এক্ষেত্রে যারা স্নাতক পর্যায়ের সব পরীক্ষায় প্রথম বিভাগ পেতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃত্তির জন্য যোগ্য ও আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৭ জুনের মধ্যে আবেদন করতে হবে। সব নম্বরপত্র, বিভাগীয় প্রত্যয়ন পত্র নিজ বিভাগের চেয়ারম্যান অথবা প্রভোস্টের স্বাক্ষরসহ ২০৮ (ক) নম্বর রুমে বৃত্যি শাখায় জমা দিতে হবে। বৃত্তি প্রাপ্তরা বিনা খরচে অধ্যয়নের সুযোগ পাবেন।


আপনার মূল্যবান মতামত দিন: