শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

সময় ট্রিবিউন | ৩১ মে ২০২১, ০৩:৫৮

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যবিধি মেনে দ্রুত সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

রোববার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর নীলক্ষেত মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সরকারে ঘোষিত লকডাউনের মধ্যেও একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া গার্মেন্টস, দোকানপাট, গণপরিবহনসহ সবই চলছে। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দীর্ঘদিন একই বর্ষে থাকার ফলে চাকরির বাজারসহ নানাভাবে পিছিয়ে যাচ্ছি আমরা। অনেকে মানসিক সমস্যায় ভুগছেন। ফলে অবিলম্বে আমরা সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানাচ্ছি।

মানববন্ধনে আসা শিক্ষার্থীরা বলেন, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল ২৪ মে ক্যাম্পাস খুলে দেওয়া হবে। কিন্তু এখন আবার বলা হচ্ছে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খুলবে না। সব যখন চলছে, আমাদের পড়াশোনায় কেন অবরোধ রাখা হয়েছে?

এ সময় অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে কলেজ খোলার না হলে নীলক্ষেত মোড় অবরোধ করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।



আপনার মূল্যবান মতামত দিন: