ডিআইইউতে "ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন ইন বাংলাদেশ" শীর্ষক ওয়েবইনার

কুশল, ডিআইইউ প্রতিনিধি | ২৯ মে ২০২১, ০৬:১৭

ছবি : সময় ট্রিবিউন

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) তে "ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন ইন বাংলাদেশ" শীর্ষক ওয়েবইনারের আয়োজন করা হয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউটশনাল কোয়ালিটি এসুয়ারেন্স সেল ( আই.কিউ.এ.সি) এবং ব্যবসায় প্রশাসন বিভাগের যৌথ উদ্দ্যেগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

আজ শনিবার (২৯ মে) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানটিতে সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।

ওয়েবিনারের পৃষ্ঠপোষকতায় থাকবেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী (এমপি)।

ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আজমীর হোসেনের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে এবং সহকারী অধ্যাপক সাদিয়া মেহজাবিনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ইনস্পেকশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ সারওয়ার হোসেন এবংং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা৷



আপনার মূল্যবান মতামত দিন: