গুচ্ছ ভর্তিতে যুক্ত হচ্ছে আরও ৩ বিশ্ববিদ্যালয়

সময় ট্রিবিউন | ১৪ জানুয়ারী ২০২৪, ১৮:০৩

গুচ্ছ ভর্তিতে যুক্ত হচ্ছে আরও ৩ বিশ্ববিদ্যালয়

একক ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব না হওয়ায় বিশ্ববিদ্যালয়গুলোকে এবারও গুচ্ছ ভর্তি বহাল রাখতে বলেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

আপত্তি জানিয়ে গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার কথা জানায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। এতে এবার গুচ্ছ ভর্তি নিয়ে সংশয় দেখা দিয়েছিল।


তবে সেই সংশয় কেটে গেছে। এবারও তিনটি পৃথক গুচ্ছে ৩৬টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। এর মধ্যে নতুন যুক্ত হচ্ছে তিন বিশ্ববিদ্যালয়। দুটি বিশ্ববিদ্যালয় সাধারণ গুচ্ছে এবং আরেকটি যুক্ত হচ্ছে কৃষি গুচ্ছে। সব মিলিয়ে ৩৬ বিশ্ববিদ্যালয়ে এবছর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে ৩১ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশ নেন।


আপনার মূল্যবান মতামত দিন: