জাতীয় বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষা স্থগিত, ভাইভা অনলাইনে

সময় ট্রিবিউন | ১৯ মে ২০২১, ০৪:১৩

ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগামী ২৪ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সকল লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষা স্থগিতের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লিখিত পরীক্ষা স্থগিত থাকবে। তবে পূর্বনির্ধারিত সব মৌখিক পরীক্ষা অনলাইনে নেয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত সকল লিখিত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে। এছাড়া আগামী ২৪ মে থেকে অনুষ্ঠিতব্য অনার্স ৪র্থ বর্ষের মৌখিক পরীক্ষা অনলাইন প্লাটফর্মে (জুম অ্যাপ) পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন: