চলমান লকডাউনের সাথে মিল রেখে বন্ধ রাখা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। গতকাল ১৬ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ইঞ্জিনিয়ার মো: ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার দপ্তর কর্তৃক দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ, মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা কর্তৃক ২৮/৪/২০২১ তারিখে জারিকৃত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আগামী ১৮/৫/২১ তারিখ থেকে ২৩/০৫/২১ তারিখ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইন্সটিটিউট, দপ্তর বন্ধ থাকবে। সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন।
এ সময় অনলাইন ক্লাস ও বিশ্ববিদ্যালয়ের জরুরী পরিসেবা এবং গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন চালু থাকবে। এছাড়াও সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য নির্দেশনা প্রতিপালিত হবে।
আপনার মূল্যবান মতামত দিন: