ঢাবির সিনেটে গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে আওয়ামী প্যানেলের জয়

সময় ট্রিবিউন ডেস্ক | ২০ মার্চ ২০২৩, ০১:০৭

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ২৫জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন-২০২৩ উপলক্ষ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্যানেল 'গণতান্ত্রিক ঐক্য পরিষদ'-এর প্রার্থীরা পূর্ণ প্যানেলে নির্বাচিত হয়েছেন।

আজ রোববার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৩টায় ঢাবির সিনেট ভবনে নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এ ফল প্রকাশ করেন।

নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন ঢাবির ইতিহাস বিভাগের অধ্যাপক আশফাক হোসেন। ১১ হাজার ৯৭৬ ভোটে তিনি বিজয়ী হন। দ্বিতীয় সর্বোচ্চ ১১ হজার ৮৩৩ ভোট পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একে এম গোলাম রব্বানী এবং তৃতীয় সর্বোচ্চ ১১ হাজার ৭৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নুজহাত চৌধুরী।

এছাড়া নির্বাচিত হয়েছেন- অধ্যাপক অসীম কুমার সরকার, এম আর এম মনজুরুল আহসান বুলবুল, এ এইচ এম এনামুল হক চৌধুরী, এইচ. এম. বদিউজ্জামান, এস এম বাহলুল মজনুন, অধ্যাপক জেড এম পারভেজ সাজ্জাদ, নিজাম চোধুরী, মীর্জা মো. আব্দুল বাছেত, মুহাম্মদ শফিক উল্যা, অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী, ইকবাল মাহমুদ বাবলু, ডা. মোহাম্মদ হোসেন, অধ্যাপক এম অহিদুজ্জামান, মো. আতাউর রহমান প্রধান, অধ্যাপক মো. আনোয়ার হোসেন, ডা. মো. কামরুল হাসান মিলন, অধ্যাপক মো. নাসিরুদ্দীন মুন্সী, মো. মুরশেদুল কবীর, রঞ্জিত কুমার সাহা, অধ্যাপক শারমিন মূসা, অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান, অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার। 

গতকাল শনিবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন এবং শারীরিক শিক্ষা কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯ টাশুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

এছাড়া, নির্বাচনের ভোট গ্রহণ ঢাকার বাইরে গত ৪ মার্চ ২৯টি কেন্দ্রে, ১১ মার্চ ৯টি কেন্দ্রে এবং ১৪ মার্চ ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ভোটার সংখ্যা ৫৯,৩২০জন।

এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশগ্রহণ করেছে। প্যানেল দুটি হলো: গণতান্ত্রিক ঐক্য পরিষদ ও টীম অপরাজেয়। গণতান্ত্রিক ঐক্য পরিষদ ২৫ টি পদের সবগুলোতে প্রার্থী দিয়েছেন। অন্যদিকে টীম অপরাজেয় নয়টি পদে প্রার্থী দিয়েছেন। নির্বাচনে মোট ভোটার ৫৯ হাজার ৩২০ জনের মধ্যে ভোট দিয়েছেন ১৫ হাজার ২০২ জন।

এছাড়াও প্যানেল ছাড়া একক প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. মুহাম্মাদ আসাদ মিজান। তারা সবাই আওয়ামীপন্থী প্রার্থী। তবে বিএনপি সমর্থিত কোনো প্যানেলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: