লকডাউনে গ্রা‌মে ফির‌তে বিশ্ব‌বিদ্যাল‌য়ের বাস চান জ‌বি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি | ৫ মে ২০২১, ০৩:১৭

ছবিঃ সংগৃহীত

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে বাংলাদেশে। দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসে সংক্রমণের হার ও মৃত্যর সংখ্যা। পরিস্থিতি ক্রমাগত ভয়ঙ্কর হতে চলেছে। এমন অবস্থায় সরকারের ডাকা লকডাউন জগন্নাথ বিশ্ব‌বিদ্যাল‌য়ের (জবি) অনেক শিক্ষার্থী ঢাকাতে আটকা পড়েছেন। গনপরিবহন বন্ধ থাকার কারণে দুর্ভোগে প‌ড়ে‌ছেন তারা। দূরপাল্লার পরিববন বন্ধ থাকায় বাড়ি ফিরতে পারছেন না অনেকেই।

অনিশ্চিত এই ঢাকার জীবন ছেড়ে বাড়ি ফিরতে চায় জবি শিক্ষার্থীরা। তাই বাড়ি ফিরতে বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষের কাছ থেকে বাস প্রত্যাশা কর‌ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, আমাদের অনেক বাস রয়েছে। আমরা এখন বাড়ি ফিরতে বাস পাচ্ছিনা। বাড়ি যাওয়া প্রয়োজন তাই স্বাস্থ্যবিধি মেনে যদি কয়েকটা রুটে বাস দেওয়া হত তাহলে আমাদের জন্য খুব ভাল হতো।

বাংলা বিভাগের শাহারিয়ার নামের একজন শিক্ষার্থী বলেন, এখন এভাবে বাড়ি যাওয়া কষ্টকর। ঢাকায় থাকাও ঝামেলা। তাই বিশ্ববিদ্যালয় থেকে বাস দিলে ভাল হতো। আমাদের উপকার হতো।

নাম প্রকাশের না শর্তে একজন শিক্ষার্থী বলেন, মাস শেষে টিউশন করে ৪০০০ টাকা পাব। বাড়ি যেতেই দুইহাজারের উপরে লাগবে আবার ফিরতে লাগবে সেরকম টাকা এখন কিভাবে কি করব মাথায় আসছেনা।

এ বিষয়ে করোনা মোকাবেলায় জবিয়ানের পাশে জবিয়ান টিমের সংগঠক কনিক স্বপ্নীল বলেন, এখন ২৫০০-৩০০০ টাকা ভাড়া দিয়ে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য বাড়ি যাওয়া কষ্টকর। তারা মেস ভাড়া দিবে কি? খাবে কি? কিভাবে বাড়ি যাবে? কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষন করছি যেন শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিবহন প্রশাসক অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ বলেন, এটা করা আমার পক্ষে সম্ভব না উপাচার্য স্যার বললেই সম্ভব। উপাচার্য স্যার বললে পরিবহন সেবায় শিক্ষার্থীরা বাড়ি যেতে পারবে।

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য কামালউদ্দিন আহমেদ বলেন, এটা সম্ভভ না। এটা করা যাবেনা মনে হয়। এটা আমার একার পক্ষে সম্ভব না। সবার সাথে বসে মিটিং করে সিদ্ধান্ত নিতে হবে। আমার একক সিদ্ধান্তে হবেনা এটা।



আপনার মূল্যবান মতামত দিন: