সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

সময় ট্রিবিউন | ২৬ সেপ্টেম্বর ২০২১, ০১:২৮

ফাইল ছবি

দেশের প্রধান শেয়রবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সদ্য বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৯৬ কোটি ৭২ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার (১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত) পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৪ কোটি ৩৭ লাখ ৭২ হাজার টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৩০ লাখ ৫ হাজার ৩৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩১৫ কোটি ৫৫ লাখ ৩৬ হাজার টাকা।

ওরিয়ন ফার্মা লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩ কোটি ৩১ লাখ ৫৩ হাজার ৫১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪৬ কোটি ৯৫ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সাইফ পাওয়ারটেক, ম্যাকসন্স স্পিনিং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।



আপনার মূল্যবান মতামত দিন: