দাম বেড়েছে পেঁয়াজের

সময় ট্রিবিউন | ২১ আগষ্ট ২০২১, ১৮:২২

ছবিঃ সংগৃহীত

দিনাজপুরের হিলি স্থলবন্দরে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ৬ থেকে ৭ টাকা। আমদানি কমে যাওয়ার অজুহাতে পাইকারি ও খুচরা বাজারে হঠাৎ বেড়েছে আমদানি করা পেঁয়াজের দাম। হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পাইকার ও সাধারণ ক্রেতারা।

শনিবার (২১ আগস্ট) সকালে হিলি বাজারে আমদানি করা পেঁয়াজের সরবরাহ কম দেখা গিয়েছে। তাই পেঁয়াজের দাম কেজিতে ৭ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩২ টাকা দরে। দুই দিন আগেও ৩২ টাকার পেঁয়াজ বিক্রি হয়েছে ২৫ টাকা দরে।

হিলি কাস্টমসের তথ্যমতে, গত কয়েকদিন হিলি বন্দর দিয়ে ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও শুক্রবার মাত্র আট ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। যার পরিমাণ ২০০ মেট্রিক টন।



আপনার মূল্যবান মতামত দিন: