বৈদেশিক রেমিট্যান্স আহরনে কাঙ্খিত গ্রাহক সেবা নিশ্চিত করে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক ও নগদ লিমিটেড এর মধ্যে সমঝোতা স্মারক সোমবার (৬ নভেম্বর) স্বাক্ষর অনুষ্ঠান ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।
চুক্তির ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রেরিত রেমিট্যান্স বাংলাদেশ কৃষি ব্যাংক এর মাধ্যমে প্রবাসীদের নিকট আত্মীয় এবং গ্রাহকের নগদ একাউন্টে তাৎক্ষণিকভাবে পৌঁছে দেয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান এবং ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকে বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান এবং নগদ লিমিটেড এর পক্ষে এক্সিকিউটিভ ডাইরেক্টর মারুফুল ইসলাম ঝলক।
এসময় উপব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, খান ইকবাল হোসেন, সালমা বানু, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপগণসহ নগদ লিমিটেড এর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: