বিশ্বের ধনীদের তালিকায় শীর্ষ তিনে ভারতের গৌতম আদানি

বাণিজ্য ডেস্ক | ১ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৬

ছবিঃ সংগৃহীত

বিশ্বের সবচেয়ে সম্পদশালী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন ভারতের ধনকুবের গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সের তথ্যমতে, এই প্রথম এশিয়ার কোন ব্যক্তি শীর্ষ ধনীদের তালিকায় এতটা উপরে উঠে এলেন।

তিনিই এশিয়ার শীর্ষ ধনী। একাধিক বন্দর, মহাকাশ প্রযুক্তি, তাপ শক্তি ও কয়লা ব্যবসার নিয়ন্ত্রক আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির মোট সম্পদের আর্থিক মূল্য বর্তমানে ১৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার।

গৌতমের উপরে আছেন কেবল টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক ও অ্যামাজনের জেফ বেজোস। তাদের সম্পদের পরিমাণ যথাক্রমে ২৫ ‍হাজার ১০০ কোটি ও ১৫ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার।

বিশ্বের অন্যান্য অনেক ধনকুবেরের মতো করোনাভাইরাস মহামারীর মধ্যে ভারতীয় এই ব্যবসায়ীর সম্পদের পরিমাণও হু হু করে বেড়েছে বলে সিএনএন জানিয়েছে।

ব্লুমবার্গ জানায়, গৌতমের ভাগ্য বদলের শুরু মহামারীর শুরুর দিক থেকে। এছাড়া, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উন্নয়নে যেসব ক্ষেত্রকে অধিক গুরুত্ব দিচ্ছেন গৌতম ওইসব ক্ষেত্রে বিনিয়োগ করছেন।

কয়লা ব্যবসা থেকেও তার কোম্পানি ব্যাপক লাভ করছে। এর আগে গত ফেব্রুয়ারিতে তিনি ভারতের জ্বালানি ও প্রযুক্তিখাতের বড় উদ্যোক্তা মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার শীর্ষ ধনী হন।

গত জুলাইয়ে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস তারই একটি দাতব্য ফাউন্ডেশনের জন্য দুই হাজার কোটি মার্কিন ডলার দান করে ‘বিশ্বের শীর্ষ ধনীর তালিকা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার’ অভিপ্রায় পুনর্ব্যক্ত করেছিলেন। তিনি এখন ১১ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার সম্পদ নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।

এদিকে, গৌতম আদানি নতুন নতুন ব্যবসায় যুক্ত হয়ে তার সম্পদের পরিমাণ বাড়িয়েছেন।

সম্প্রতি ভারতের জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন এনডিটিভির ‘নিয়ন্ত্রণ পেতে’ ধনকুবের গৌতম পরোক্ষভাবে এনডিটিভির ২৯ দশমিক ১৮ শতাংশ শেয়ারের মালিকানা পাওয়ার দাবি করেছেন এবং আরও ২৬ শতাংশ শেয়ার কেনার প্রস্তাব দেন।

গৌতমের মালিকাধীন এএমজি নেটওয়ার্ক তখন বলেছিল, তারা ভিসিপিএল কিনে নিয়েছে। ভিপিএলের ৯৯ দশমিক ৫ শতাংশ শেয়ারের মালিক এখন তারা। আর ভিসিপিএলের হাতেই রয়েছে এনডিটিভির শেয়ারের একটি বড় অংশ।

২০০৯ সালে ভিসিপিএলের কাছ থেকে ২৯ দশমিক ১৮ শতাংশ শেয়ারের মালিকানার বিপরীতে ঋণ নিয়েছিল আরআরপিআর। চুক্তি ছিল ১০ বছরের মধ্যে এই ঋণ ফেরত দিতে হবে। না হলে চুক্তি অনুযায়ী শেয়ারের অংশিদারিত্ব ভিপিসিএলের কাছে চলে যাবে।

ভিসিপিএলের মালিকানা হাতে পাওয়ায় এখন খানিকটা ঘুর পথে হলেও গৌতম আদানি গ্রুপের হাতেই যেতে চলেছে এনডিটিভির মালিকানার বড় অংশ।



আপনার মূল্যবান মতামত দিন: