রংপুর মেডিকেলে আগুন

রংপুর জেলা প্রতিনিধি | ২১ ডিসেম্বর ২০২১, ০০:১৬

ছবিঃ সংগৃহীত

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মূল ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে রংপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। 

সোমবার সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালের তৃতীয় তলার সাত নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুপুর ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ নুরুন্নবী লাইজু।

তিনি বলেন, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এ ঘটনায় কেউ আহত হয়নি।

অধ্যক্ষ বলেন, তৃতীয় তলায় বক্ষব্যাধি, লিভার, চর্মরোগ, মানসিক রোগসহ মোট সাতটি বিভাগ আছে। সেখানে সব মিলিয়ে ৩৫ রোগী ভর্তি ছিলেন। ওই তলার রোগীদের নিরাপদে স্থানান্তর করা হয়েছে। আগুনে কয়েকটি বিছানা ও এসি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে এলে দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।#


আপনার মূল্যবান মতামত দিন: