‘আঁই চলাফিরা গরিত নপারি। কিন্তু আঁর ওগ্গা ভোড়র কারনে যদি নৌকা মার্কা ন জিতে? এতল্লাই শেখর বেটি হাসিনার নৌকায় ভোট দিত আঁইসসি। আঁরে এলাকার পুঁয়াইন ও পুলিশে চিয়ারত বোয়াই পালকি কোলা গঁরি ভোট দিয়াইয়ে।’
রোববার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপের নির্বাচনে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার ১৬টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়েছে। চলমান নির্বাচনে চকরিয়া উপজেলার ১০টি এবং পেকুয়ার ছয়টি ইউনিয়নে এ ভোট অনুষ্ঠিত হয়।
কেন্দ্রে এসে এভাবেই কথাগুলো বলছিলেন কক্সবাজারের চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব দরবেশ কাটা ফোরকানিয়া মাদরাসা কেন্দ্রে ভোট দিতে আসা বিলকিস বেগম (৭৪)।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: