ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে আলাউদ্দিন (২৭) নামে এক যুবক আটক হয়েছে। তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৮ নভেম্বর) সকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের ১নং ওয়ার্ডের টিঘর গ্রামের ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত আলাউদ্দিন ওই ইউনিয়নের টিঘর গ্রামের হিরা মিয়ার ছেলে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল জাল ভোট দিতে গিয়ে আলাউদ্দিন নামে ওই যুবকের ৬ মাসের কারাদণ্ড হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আলাউদ্দিন ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য প্রার্থী লায়েছ মিয়ার তালা প্রতীকে ইদ্রিস নামের এক ভোটারের ভোট দিতে এসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে আটক হন। এ সময় কেন্দ্রে উপস্থিত জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা-২০১০ এর ৭০(১)(গ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং ৬ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
আপনার মূল্যবান মতামত দিন: