আবারও চট্টগ্রামে ভূমিকম্প

সময় ট্রিবিউন | ২৮ নভেম্বর ২০২১, ০৪:০৫

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ২ বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

শনিবার (২৭ নভেম্বর) বিকেলে ৩টা ৪৭ মিনিট ১৬ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদফতরের ওয়ারলেস সুপারভাইজার জহিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমার-ভারত সীমান্তে। শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে ৫ দশমিক ৮ মাত্রার যে ভূমিকম্পে বাংলাদেশের বিভিন্ন এলাকা কেঁপেছিল, আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ওই একই এলাকার কাছাকাছি। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ২ বলেও জানান জহিরুল ইসলাম।

শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৪২ কিলোমিটার।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: