বাসচালককে পিটিয়ে হত্যা, চট্টগ্রামে সড়ক অবরোধ

সময় ট্রিবিউন | ২৮ নভেম্বর ২০২১, ০২:১৫

ছবিঃ সংগৃহীত

বাসচালককে পিটিয়ে হত্যার অভিযোগে চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। 

শনিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ করা হয়। এসময় শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ রাখেন। 

আন্দোলনকারী শ্রমিকদের দাবি, শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় চট্টগ্রাম-হাটহাজারী রুটে ওভারটেক করাকে কেন্দ্র করে বাসচালক আবদুর রহিমকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক পেটান মাইক্রোবাসের চালক ও যাত্রীরা। এরপর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয় তার। এ ঘটনায় এখনো অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামারুজ্জামান গণমাধ্যমকে বলেন, অভিযোগ শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম প্রেরণ করা হয়েছে। তদন্ত করে নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা।



আপনার মূল্যবান মতামত দিন: