যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি | ২৬ নভেম্বর ২০২১, ০৩:০৯

ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় যৌতুকের টাকার জন্য শিরিন আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২৪ নভেম্বর) ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূর মৃত্যু হয়। নিহত গৃহবধূর নাম শিরিন আক্তার (২০)। তিনি সদর উপজেলার ধর্মপুর গ্রামের ইদ্রিস হাওলাদার বাড়ির মো. সেলিমের মেয়ে।

বৃহস্পতিবার সকালে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফকিরপুর এলাকায় গৃহবধূ শিরিনকে যৌতুকের টাকার জন্য তার শ্বশুর, শাশুড়ি, ভাশুর মারধর করে গত মঙ্গলবার দিবাগত রাতে। পরে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বুধবার মারা যান তিনি। খবর পেয়ে সুধারাম থানার পুলিশ বুধবার সন্ধ্যায় হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।



আপনার মূল্যবান মতামত দিন: