আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকার প্রার্থীকে অর্থদণ্ড

মাগুরা প্রতিনিধি | ২১ নভেম্বর ২০২১, ০১:৩৪

ছবিঃ সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের এক চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে জরিমানা করা হয়।

অভিযুক্ত ও অর্থদণ্ডপ্রাপ্ত চেয়ারম্যান পদপ্রার্থীর নাম মো. আলাউদ্দীন। তিনি নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাগুরার মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামানন্দ বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন ও তার সমর্থকেরা মিছিল বের করেন। এছাড়া তিনি দেয়ালে পোস্টার লাগিয়েছেন। এ জন্য তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: