হানিফের চাকায় পিষ্ঠ ৫, গ্রেফতার চালক

সময় ট্রিবিউন | ২০ নভেম্বর ২০২১, ০৬:১৭

ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ পাঁচ জন নিহত ও তিন জন আহতের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। 

এ ঘটনায় পালিয়ে যাওয়া ঘাতক হানিফ পরিবহনের চালক সোলায়মান আলীকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে বগুড়ার মোকামতলা থেকে সোলায়মান আলীকে গ্রেফতার করে পুলিশ। 

এর আগে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এসআই মো. ফজলু রহমান বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলাটি করেন। মামলায় বাসচালক সোলায়মান আলীকে একমাত্র আসামি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. খায়রুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া চালক সোলায়মান আলীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। শনিবার (২০ নভেম্বর) সকালে গ্রেফতার চালককে আদালতে পাঠানো হবে। দ্রুত গতিতে গাড়ি চালানো এবং ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে চালক সোলায়মান স্বীকার করেছেন। 



আপনার মূল্যবান মতামত দিন: