নোয়াখালীতে স্ত্রীর করা মামলায় ১ বছর ৬ মাসের সাজা হয় এক যুবকের। সেই সাজা এড়াতে ছিলেন ৭ বছর পলাতক। অবশেষে শেষ রক্ষা হয়নি তা। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৪ নম্বর আলাইয়ারপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ। আজ ১৬ নভেম্বর (মঙ্গলবার) বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
জানাগেছে, ২০১২ সালে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চোপুলি- ইউনিয়নের জয়পুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে খালেদা আক্তার পনির সাথে বিয়ে হয় বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ধৃতপুর গ্রামের মজিদ পাটোয়ারী বাড়ির মৃত আবু বোরহান পাটোয়ারীর ছেলে নুরুল ইসলামের। তাদের একটি কন্যা সন্তান হয়। কিন্তু বিয়ের দুই বছরের মাথায় পারিবারিক কলহের জের ধরে বাপের বাড়ি চলে যায় খালেদা। পরে নারি ও শিশু নির্যাতন আইনে আদালতে মামলা দায়ের করেন তিনি। ঔই মামলায় নুরুল
ইসলামকে এক বছর ৬ মাসের কারাদন্ড দেয় আদালত।
পরে গ্রেফতার এড়াতে তিনি ওমান চলে যান। তিনি দীর্ঘ সাত বছর ওমানে পালিয়ে ছিলেন। সম্প্রতি তিনি বাড়ি আসেন। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি বছরের ১৩ অক্টোবর দেশে আসেন নুরুল ইসলাম।
আপনার মূল্যবান মতামত দিন: