সিরাজগঞ্জে ইউপি নির্বাচনে বিজয়ী হয়ে পরাজিত পরাজিত প্রার্থীর বাড়িতে হামলা

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ | ১৪ নভেম্বর ২০২১, ০৯:২৬

ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেন (মেম্বার) মোরগ প্রতিক নিয়ে গত ১১ নভেম্বর নির্বাচনে অংশগ্রহণ করে তার প্রতিদ্বন্দ্বী মোঃ সাইফুল ইসলাম ফুটবল প্রতীকের কাছে পরাজিত হন। পরবর্তীতে বিজয়ী সাইফুল ইসলামের ২০/২৫ জন সমর্থক দেশীয় ধারলো দা, ছুরি, কুড়াল সহ লোহার রড, পাইপ, লাঠি নিয়ে শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় অতর্কিত হামলা করে আবুল হোসেনের বাড়িতে। ভাংচুর করে ঘরের আসবাব পত্রসহ অন্যান্য জিনিসপত্র।

এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় আবুল হোসেন এর স্ত্রী ও ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মোছাঃ ফরিদা বেগম বাদী অভিযোগ দায়ের করেন। ঘটনাটি সঠিক তদন্ত স্বপক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

মোছাঃ ফরিদা বেগম আরও অভিযোগ করেন, "বিজয়ী প্রার্থীর সমর্থকরা অতিউৎসায়ী হয়ে দফায় দফায় বাড়ী-ঘরে হামলা করে, ভাংচুর করে ক্ষয়-ক্ষতি করছে, লুট-পাট ও ছিনতাই করেছে। আমার পুত্রবধূ চায়না বেগম (২৮) কে মারপিট করে গলায় থাকা প্রায় ১ ভরি ও জনের স্বর্ণের চেইন ও ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার হতে ৮০ হাজার টাকা লুট-পাট করে নেয়। অতর্কিত হামলায় কালিয়া আব্দুল জব্বার স্মরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বের বাড়ী আবুল হোসেন (মেম্বার) এর সমর্থক আল-আমীন এর বাড়ীঘরে অতর্কিত হামলা করে বাড়ীঘর ও টিনের বেড়ায় কুপিয়ে ভাংচুর করে এবং আল-আমীন প্রতিরোধ করতে গেলে তাকে মেরে গুরুতর আহত করে। তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।"



আপনার মূল্যবান মতামত দিন: