বেগমগঞ্জে ৬ ইউনিয়নে আ.লীগ,৭টিতে বিদ্রোহী ও বিএনপি সমর্থিত প্রার্থীর জয়

নোয়াখালী প্রতিনিধি  | ১২ নভেম্বর ২০২১, ১৪:০৪

ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ৬ জন, বিদ্রোহী প্রার্থী ৪জন ও বিএনপি সমর্থিত ৩ জন প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও একটি ইউনিয়নে জাসদ সমর্থিত এক প্রার্থী নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে স্ব স্ব ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নির্বাচিতরা হলেন-১নং আমানউল্লাপুর ইউনিয়নে বাহারুল আলম সুমন (বিএনপি সমর্থিত),২নং গোপালপুর ইউনিয়নে মোশারফ হোসেন মিন্টু (জাসদ সমর্থিত), ৪নং আলাইয়ারপুর ইউনিয়নে গিয়াস উদ্দিন পাটোয়ারী (নৌকা), ৫নং ছয়ানি ইউনিয়নে ওয়াহিদুজ্জামান ওহিদ (বিদ্রোহী), ৬নং রাজগঞ্জ ইউনিয়নে মোস্তাফিজুর রহমান চৌধুরী সেলিম ( নৌকা),৭নং একলাশপুর ইউনিয়নে সাহেদুর রহমান দিপু (বিদ্রোহী), ৮নং বেগমগঞ্জ ইউনিয়নে শাহিদুর রহমান শাহীন (বিএনপি সমর্থিত), ১০নং নরোত্তমপুর ইউনিয়নে মেহেদি হাসান টিপু (নৌকা), ১১নং দুর্গাপুর ইউনিয়নের আবেদ সাইফুল কালাম (নৌকা),১২নং কুতুবপুর ইউনিয়নে কামাল হোসেন (বিদ্রোহী), ১৩নং রসুলপুর ইউনিয়নে আবদুর রশিদ (বিএনপি সমর্থিত), ১৪নং হাজীপুর ইউনিয়নে শাহ মো.আজিম মির্জা (নৌকা), ১৫নং শরীফপুর ইউনিয়নে নোমান সিদ্দিকী (বিদ্রোহী), ১৬নং কাদিরপুর ইউনিয়নে সালাউদ্দিন (নৌকা)।

এর আগে ১৪টি ইউনিয়নের ১৩২টি কেন্দ্রে সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোট কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোটকেন্দ্র ও বাইরে পযাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। ১৪ ইউনিয়নের মধ্যে ১২টি ইউনিয়নে ব্যালোট পেপার ও বেগমগঞ্জ ইউনিয়ন ও নরোত্তমপুর ইউনিয়নের ১৮টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে ১৪টি ইউনিয়নে ৬৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ইউপি সদস্য ( মেম্বার) পদে ৪৯০জন প্রতিদ্বন্দ্বিতা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: