১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৫ রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি | ১২ নভেম্বর ২০২১, ০৩:২৫

ছবিঃ সংগৃহীত

কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ পাঁচ রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তাদের থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) কক্সবাজার র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) এএসপি আবু সালাম চৌধুরী জানান, মামলার পর জব্দ ইয়াবা ও চাকুসহ আটকদের কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- কক্সবাজারের বালুখালী ১৮নং ক্যাম্পের ব্লক-এফ/৩০ এর বাসিন্দা হাবিব উল্লাহ, একই ক্যাম্পের ব্লক-কে/১২ এর বাসিন্দা নবী হোসেন, ব্লক-জি/৪৬ এর বাসিন্দা হারেস, ১নং ক্যাম্পের ব্লক-সি/২ এর বাসিন্দা মোরশেদ আলম ও ১২নং ক্যাম্পের ব্লক-জি-৩ এর বাসিন্দা আব্দুল্লাহ।

র‍্যাব জানায়, কলাতলীর টেকনাফগামী মেরিন ড্রাইভের পূর্বপাশে মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে প্রধান সড়কে অভিযানে যায় কক্সবাজার র‍্যাব-১৫ এর একটি দল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা ও দুটি লম্বা চাকু পাওয়া যায়।



আপনার মূল্যবান মতামত দিন: