পদ্মা সেতুতে পিচ ঢালাইয়ের কাজ শুরু

সময় ট্রিবিউন | ১১ নভেম্বর ২০২১, ০৩:২৮

ছবিঃ সংগৃহীত

স্বপ্নের পদ্মা সেতু যান চলাচলের উপযোগী করতে চূড়ান্ত পর্যায়ে কাজ চলছে। পদ্মা সেতুর সড়কপথের পিচ ঢালাইয়ের কাজ (কার্পেটিং) শুরু হয়েছে। 

বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে এ কাজ শুরু হয়। এটি দেখাশোনা করার জন্য সেখানে গিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের সংবাদমাধ্যমকে বলেন, পিচ ঢালাই শুরুর প্রস্তুতি আমরা আগেই নিয়েছি। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে তা শুরু করতে পারব বলে আশা করছিলাম। শেষ পর্যন্ত তা শুরু করা যাচ্ছে।

এর আগে গত ১৯ অক্টোবর থেকে পদ্মা সেতুর সড়কপথে পানিনিরোধক রাসায়নিকের স্তর তৈরির কাজ শুরু হয়। চার মিলিমিটার পুরুত্বের এই স্তরকে প্রকৌশলীরা ‘ওয়াটারপ্রুফ মেমব্রেন’ নামে অভিহিত করছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: