কোস্টগার্ডের অভিযানে ৪০ লাখ টাকার চোরাই পণ্যসহ আটক ১

সময় ট্রিবিউন | ৮ নভেম্বর ২০২১, ০৮:৩৩

ছবিঃ সংগৃহীত

মোংলা কোস্টগার্ডের অভিযানে ৪০ লাখ টাকার চোরাই পণ্যসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। এসময় পাচারকারীদের নৌকা তল্লাশি করে ২৩টি এসএস পাইপ ২টি কাঠের নৌকা জব্দ করে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।

রোববার (০৭ নভেম্বর) দুপুরে মোংলা বন্দরের পশুর নদীর কানাইনগর এলাকা থেকে মালামালসহ তাকে আটক করা হয়।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন এক প্রেস নোটে জানানো হয়, রোববার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেইস মোংলার একটি টহল দল মোংলা কানাইনগর পশুর নদী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ৩৫০ কেজি ওজনের ২৩ টি (২০ ফিট) এসএস পাইপ (আনুমানিক মূল্য ৪০ লাখ ৩৫ হাজার টাকা) ও ২ টি কাঠের নৌকাসহ জব্দ করা হয়।

চোরাকারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় কোস্টগার্ড।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: