লালমনিরহাটের হাতীবান্ধায় কাঁচামালের আড়তে চুরি; গ্রেপ্তার ৩

মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট | ৫ নভেম্বর ২০২১, ০৪:১৪

ছবিঃ সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় কাঁচা মালের আড়ৎ থেকে প্রায় ২ লক্ষ ৩১ হাজার টাকা চুরির অভিযোগে লুৎফর রহমান লাদেনসহ(৫০) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে একটি লোহার শাবল, কাচি, মার্তুল ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে গ্রেপ্তকারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিনভর অভিযান চালিয়ে উপজেলার দক্ষিন গড্ডিমারী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গত বুধবার ভোর রাতে উপজেলার মুক্তিযোদ্ধা বাজারের শাহিন বাণিজ্যালয় নামক কাঁচামালের আড়ৎ-এ এ চুরির ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দক্ষিন গড্ডিমারী গ্রামের মৃত মনছুর উদ্দিনের ছেলে লুৎফর রহমান লাদেন(৫০), মোস্তফার ছেলে হৃদয়(২৫) ও সিংগীমারী এলাকার মৃত কবির উদ্দিনের ছেলে হাতেম আলী(৫০)।

জানা গেছে, উপজেলার মুক্তিযোদ্ধা বাজারের শাহিন বাণিজ্যালয় নামক কাঁচামাল আড়ৎ এর মালিক জাহেদুল ইসলাম প্রতিদিনের ন্যায় রাত ২টার দিকে দোকানের ব্যবসায়িক হিসাব শেষ করে ক্যাশ টেবিলের ড্রয়ারে ২ লক্ষ ৩১ হাজার টাকা রেখে বাড়িতে যান। পরের দিন বৃহস্পতিবার সকালে আড়তের কর্মচারী শামীম আড়ত খুলে দেখতে পান যে আড়তের ভিতরের টিনের বেড়া কাটা এবং ক্যাশ টেবিলের ড্রয়ার টেবিলের উপরে। এ সময় তিনি আড়তের মালিক জাহেদুলকে খবর দেন। তিনি এসে দেখেন যে ক্যাশ টেবিলের ড্রয়ারে রাখা ২ লক্ষ ৩১ হাজার টাকা নেই। পরে তিনি বিষয়টি থানায় অবগত করেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম জানান, কাঁচামালের আড়তে চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: