বিনামূল্যে আরো ১৩টি চক্ষু শিবিরের আয়োজন করেছে ইসিপি-এমএসএস

সময় ট্রিবিউন | ৩ নভেম্বর ২০২১, ০৫:১৮

ছবিঃ সংগৃহীত

মানবিক সাহায্য সংস্থা’র আই কেয়ার প্রোগ্রাম (ইসিপি-এমএসএস) পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও রংপুর জেলায় সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে চক্ষুসেবা প্রদানের লক্ষ্যে আরও ১৩টি চক্ষু শিবিরের আয়োজন করেছে। নভেম্বর মাসের ০২ থেকে ৩০ তারিখের মধ্যে এমএসএস ও ইসিপির দাতা প্রতিষ্ঠানগুলোর আর্থিক সহায়তায় চক্ষু শিবিরগুলোতে সব ধরণের চক্ষুসেবা প্রদানের পাশাপাশি চোখে ছানি রোগীদের অপারেশনের ব্যবস্থা করা হবে। এ উদ্যোগে কারিগরী সহায়তা প্রদান করবে সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশন হাসপাতাল, ঠাকুরগাঁও ও মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুর, নীলফামারী। নির্দিষ্ট দিনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ চক্ষুসেবা প্রদান করা হবে।

 

এ চক্ষু শিবিরগুলোতে সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ওষুধ প্রদানসহ চোখের যত্নে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হবে। ইসিপি-এমএসএস-এর অংশীদার হাসপাতালগুলোতে চোখে ছানি শনাক্ত রোগীদের বিনামূল্যে ছানির অপারেশন করা হবে। নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী চক্ষু শিবিরগুলো বাস্তবায়ন করা হবেঃ

L

১. ০২ নভেম্বর- বড় শশী ইউনিয়ন পরিষদ, বোদা, পঞ্চগড়

২. ০৬ নভেম্বর- মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ, বোদা, পঞ্চগড় এবং কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ, সৈয়দপুর, নীলফামারী

৩. ০৯ নভেম্বর- হাফিজাবাদ ইউনিয়ন পরিষদ, পঞ্চগড় সদর, পঞ্চগড়

৪. ১৩ নভেম্বর- পাঁচপীর ইউনিয়ন পরিষদ, বোদা, পঞ্চগড় এবং আলমপুর ইউনিয়ন পরিষদ, তারাগঞ্জ, রংপুর

৫. ১৬ নভেম্বর- গড়েয়া ইউনিয়ন পরিষদ, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও

৬. ২০ নভেম্বর- আখানগর ইউনিয়ন পরিষদ, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও এবং খাটা মধুপুর ইউনিয়ন পরিষদ, সৈয়দপুর, নীলফামারী

৭. ২৩ নভেম্বর- মাদারগঞ্জ এম বি উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও

৮. ২৭ নভেম্বর- আকচা ইউনিয়ন পরিষদ, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও এবং সংগলশী ইউনিয়ন পরিষদ, নীলফামারী সদর, নীলফামারী

৯. ৩০ নভেম্বর- ২১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদ, রুহিয়া, ঠাকুরগাঁও

এমএসএস-এর প্রেসিডেন্ট জনাব ফিরোজ এম হাসান বলেন, “অন্ধত্ব ও দৃষ্টি প্রতিবন্ধকতার কারণে উৎপাদনশীলতার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। চক্ষুসেবা কর্মসূচির মাধ্যমে ইসিপি দুস্থদের এ দুর্দশা লাঘব করে, জীবনযাত্রার মান পুনরুদ্ধার করে এবং সমাজে গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক অবদান রাখে।”

মানবিক সাহায্য সংস্থা-এর আই কেয়ার প্রোগ্রাম (ইসিপি-এমএসএস) ২০১৪ সাল থেকে বাংলাদেশে প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূরীকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: