মহেশখালী থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত

মিছবাহ উদ্দীন আরজু, মহেশখালী প্রতিনিধি | ৩১ অক্টোবর ২০২১, ১১:৫২

ছবিঃ সংগৃহীত

মহেশখালী থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালিত হয়েছে। ৩০ অক্টোবর (শনিবার) কমিউনিটি পুলিশিং ফোরামের ব্যানারে বিশাল একটি র‍্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

কমিউনিটি পুলিশিং ডে ২০২১ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো: মাহফুজুর রহমান বলেন, স্থানীয় সরকারে জনপ্রতিনিধিরা সৎ সাহস নিয়ে যদি এলাকায় কাজ করেন, তাহলে মাদক ও দুর্নীতি চিরতরে বন্ধ হয়ে যাবে। পাশাপাশি শিশু ও বৃদ্ধদের জন্য বিনোদনের ব্যবস্থা করা জরুরী হয়ে পড়েছে, বিশেষ করে ইউনিয়ন ভিত্তিক। ইউনিয়নের বিশাল জনগোষ্টির জন্য কোন ধরনের বিনোদনের ব্যবস্থা না থাকায় মাদকে আসক্ত হচ্ছে যুব সমাজ। স্থানীয় সরকারের প্রতিনিধিদের সাথে কমিউনিটি পুলিশের এক যোগে কাজ করলে মাদক মুক্ত সমাজ গড়া সহজ হবে। আমি একটি করে দিয়েছি আপনারা বাকী সব ইউনিয়নে সাধারণ মানুষ যাতে মাদক থেকে দূরে থাকতে পারে সেই জন্য শিশু পার্ক করা প্রয়োজন।

জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে ও মহেশখালী থানার (তদন্ত) ওসি আশিক ইকবালের পরিচালনায় (৩০ অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠিত র‍্যালী উত্তর আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহেশখালী থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল হাই।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার রুহুল আমিন, হোয়ানক ইউপি চেয়ারম্যান মীর কাসেম চৌধুরী, মাতারবাড়ির ইউপি চেয়ারম্যান আবু হায়দার, ধলঘাটার ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, কুতুবজুমের ইউপি চেয়ারম্যান এড শেখ কামাল, মহেশখালী প্রেসক্লাব সভাপতি আবুল বশর পারভেজ।

আরো বক্তব্য রাখেন- উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বজ্রগোপাল, মহেশখালী পৌর কাউন্সিলর কাজী মোতাহের হোসেন, প্রনব কুমার দে, জনি মং, ধলঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদুল করিম, ছোট মহেশখালী আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাষ্টার এনামুল হক, কুতুবজোম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম, শিক্ষক প্রতিনিধি মাহবুব আলম, শাহেদ মান্নান, শাপলাপুর ইউপি সদস্য জসিম উদ্দিন, মহিলা সদস্য দিলোয়ারা বেগম প্রমুখ।

এসময় উপজেলা সকল জনপ্রতিনিধি ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: