সিরাজগঞ্জে পুলিশ-যুবদল সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সিরাজগঞ্জ প্রতিনিধি | ২৮ অক্টোবর ২০২১, ০৫:৪৬

ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জে যুবদলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির আগে শহরের ইবি রোডে বিএনপির জেলা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ যুবদলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (২৭ অক্টোবর) পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। রাবার বুলেটে আহত শহর যুবদলের সদস্য আব্দুল মতিনকে ঢাকায় পাঠানো হয়েছে।  

জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু বলেন, সকাল ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় তিনিসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। অন্যদিকে এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. নজরুল ইসলাম।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, পুলিশ যুবদলের নেতাকর্মীদের শৃঙ্খলা ভঙ্গ না করার জন্য আহবান জানালেও তার বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং পুলিশের ওপর হামলা চালান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শৃঙ্খলা ধরে রাখতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পাশাপাশি তাদের ছত্রভঙ্গ করে দিতে লাঠিচার্জও করে। এ ঘটনায় দুই জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। 

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন: