জঙ্গল থেকে কুমিল্লার সেই গদা উদ্ধার

সময় ট্রিবিউন | ২৬ অক্টোবর ২০২১, ০২:৫৩

কুমিল্লার নানুয়া দিঘীরপাড় পূজামণ্ডপ থেকে ১২ দিন আগে চুরি হওয়া গদা সোমবার রাতে মণ্ডপের কয়েকশ গজ দূরের একটি ঝোপ থেকে উদ্ধার করে পুলিশ-ছবি সংগৃহীত

কুমিল্লার নানুয়া দিঘীরপাড় পূজামণ্ডপ থেকে ১২ দিন আগে চুরি হওয়া গদা মণ্ডপের কয়েকশ গজ দূরের একটি ঝোপ থেকে উদ্ধার করা হয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ জানান, গতকাল রাত সাড়ে ১১টায় ইকবালের দেখিয়ে দেওয়া দারোগা বাড়ি মাজার সংলগ্ন বাড়ির সামনের ঝোপ থেকে হনুমানের গদাটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, মণ্ডপ থেকে গদা সরিয়ে নিয়ে আসার পর পানিতে ছুঁড়ে মারার কথা স্বীকার করেছেন ইকবাল।

তানভীর আরও জানান, গদা ভেসে যাচ্ছে দেখে ইকবাল আবারও সেটিকে আঁকড়ে ধরেন এবং এরপর কাছাকাছি একটি ঝোপের উদ্দেশ্যে ছুঁড়ে মারেন।

গদা উদ্ধারের সময় ইকবাল পুলিশের সঙ্গে ছিলেন বলেও জানান তিনি।

গত ১৩ অক্টোবর ইকবাল পূজামণ্ডপে মূর্তির পায়ের কাছে পবিত্র কুরআন শরীফ রাখেন, যার ফলশ্রুতিতে দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের ওপর আক্রমণ শুরু হয়।



আপনার মূল্যবান মতামত দিন: