ধামরাইয়ে প্রেমিকের জিহ্বা কাটার অভিযোগে গ্রেফতার হওয়া শারমিন আক্তারসহ আরও ৩ জনের জামিন দিয়েছে আদালত।
রোববার (২৪ অক্টোবর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদা তাদের জামিন মঞ্জুর করেন।
উপ-পরিদর্শক (এসআই) তন্ময় সাহা গ্রেফতারকৃত চারজনকে আদালতে হাজির করে শফিকুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড ও বাকিদের কারাগারে পাঠানোর আবেদন করেন।
আদালত প্রেমিকা শারমিন, তার মা আনোয়ারা বেগম ও ভাই ফারুক হোসেনের জামিন মঞ্জুর করেন। তবে ওই তরুণীর বাবা শফিকুল ইসলামের রিমান্ড ও জামিন নামঞ্জুরের আদেশ দেন।
আহত প্রেমিক সাইফুর ইসলাম একই এলাকার রহমত আলীর ছেলে। শারমিন আক্তার বিদেশে ছিল। দুই মাস আগে তিনি দেশে এসেছেন। বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সাইফুল শারীরিক সম্পর্ক গড়ে তোলে। কিন্তু বিয়ে না করে দিনের পর দিন সময়ক্ষেপণ করতে থাকলে প্রেমিকা শারমিন ক্ষিপ্ত হয়ে জিহ্বা কেটে দেয়।
আপনার মূল্যবান মতামত দিন: