তিস্তায় আকস্মিক বন্যায় বাঁধের ক্ষতি ১৫ কোটি টাকা-পানি সম্পদ ডিজি

মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট | ২৫ অক্টোবর ২০২১, ০৫:০৪

ছবিঃ সংগৃহীত

তিস্তায় আকস্মিক উজানের ঢলে সৃষ্ট বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শনে আজ রবিবার তিস্তা ব্যরেজ পরিদর্শনে এসে পানি উন্নয়ন বোর্ডের মহা পরিচালক ফজলুর রশিদ বলেন, ডেল্টা প্লানের আওতায় ইতোমধ্যে এ অঞ্চলের ছোট ছোট নদীগুলো খনন করা হয়েছে। এতে নদীগুলোর পানি ধারন ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ড্রেনেজ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ফলে গত বছর পরপর পাঁচটি বন্যা আঘাত হানলেও এ অঞ্চলে বন্যার পানির উচ্চতা বাড়তে পারেনি।

ডেল্টা প্লানের আওতায় ছোটছোট খাল বিল ও নদীগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারলে এ অঞ্চলে বন্যার প্রকোপ হ্রাস পাবে। তিনি আরও বলেন, চলতি বন্যায় তিস্তা ফ্লাড বাইপাসসহ কমান্ড এলাকার দশটি স্থানে ৯৩০ মিটার বাধ ধ্বসে গেছে। এতে বাঁধের ক্ষতির পরিমান ১৫ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত এসব বাঁধ পুরনো নকশা অনুযায়ী শীঘ্রই মেরামত করা হবে।

পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এ কে এম সামছুল আলম, নকশা ও গবেষনা বিভাগের প্রধান প্রকৌশলী মো: এনায়েত উল্লাহ, উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা।



আপনার মূল্যবান মতামত দিন: