পদ্মায় আবারও ভাঙন দেখা দিয়েছে। এতে নদীর ডান তীর প্রতিরক্ষা প্রকল্পের চর সিলিমপুর এলাকায় কংক্রিটের তৈরি সিসি ব্লকসহ ৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঝুঁকির মধ্যে রয়েছে বসতভিটাসহ রাজবাড়ী শহর রক্ষা বাঁধ।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, চর সেলিমপুর এলাকার নদীর ডান তীর প্রতিরক্ষা প্রকল্পের কাজের কংক্রিটের তৈরি সিসি ব্লকসহ ৫০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, পদ্মার ভাঙন অব্যাহত দেখেও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাঙন ঠেকাতে কোনো উদ্যোগ নিচ্ছে না। যখন ভাঙে তখন কিছু জিও ব্যাগ ফেলেই তাদের কাজ শেষ হয়ে যায়। ভাঙন মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ডের কাজও ঝিমিয়ে পড়েছে। নদীভাঙনের পর পানি উন্নয়ন বোর্ডের লোক, মন্ত্রীরা আসে, পরিদর্শন করেই চলে যায়। কিন্তু আমরা কোনো স্থায়ী সমাধান পাই না।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদ গণমাধ্যমকে বলেন, তিস্তার পানি বৃদ্ধিতে পদ্মায়ও পানি বৃদ্ধি পাচ্ছে। তা ছাড়া নদীতে প্রচুর ঢেউও রয়েছে। বৃষ্টির কারণে সিসি ব্লকের নিচের বেড ম্যাটিরিয়াল সরে গিয়ে ওপরের সিসি ব্লক ধসে পড়ে।
আপনার মূল্যবান মতামত দিন: