গাঁজা খাওয়া নিয়ে তর্ক; ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ খুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ২১ অক্টোবর ২০২১, ২২:৫৫

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া গাঁজা সেবন নিয়ে বাকবিতণ্ডার জেরে শেখ আকাশ (২০) নামের এক তরুণকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত শেখ আকাশ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আকাশ গাঁজা খায় এমন অভিযোগে একটি কিন্ডারগার্টেনের সামনে রিফাতের সাথে তার বাকবিতন্ডা হয়। এসময় স্থানীয়রা বিষয়টি মিমাংসা করে দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেয়।

পরে বিকেলে সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে আকাশ ও তার বন্ধুরা খেলা দেখতে গেলে রিফাত ও তার সহযোগীরা অতর্কিতে তাদের ওপর হামলা করে। হামলাকারীরা আকাশের বুকে ও মাথায় ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার পথে বাধা দিলে রিফাত ও তার সঙ্গীরা আকাশের বন্ধুদেরও আক্রমণ করে। পরবর্তীতে স্থানীয়রা আকাশকে গুরুত্ব আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুন জানান, আকাশের মাথা ও বুকে একাধিক ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয় বলে ডাক্তার নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে, তাদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: