বিনাটিকিটে ভ্রমণ করায় ২১৭ ট্রেনযাত্রীকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি | ২১ অক্টোবর ২০২১, ২২:৫২

ছবিঃ সংগৃহীত

কুমিল্লায় বিনাটিকিটে ভ্রমণ করায় ২১৭ ট্রেনযাত্রীকে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক ব্যবস্থাপক মো. আনসার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত কয়েকটি ট্রেনে অভিযান পরিচালনা করে এসব জরিমানা করা হয়। 

আনসার আলী বলেন, সকাল থেকে পাহাড়িকা এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, মহানগর গোধূলী এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেনে অভিযান পরিচালনা করা হয়। রাত পর্যন্ত লাকসাম স্টেশন থেকে জরিমানা করা হয়েছে ২১৭ জন যাত্রীকে। এতে ভাড়া আদায় হয়েছে ৩৩ হাজার ৭৪০ টাকা ও জরিমানা আদায় হয়েছে ২৫ হাজার ৮৫০ টাকাসহ সর্বমোট ৫৯ হাজার ৫৯০ টাকা রাজস্ব আদায় করা হয়। নিয়মিত আমরা অভিযান পরিচালনা করে থাকি। তবে মঙ্গলবার যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: