নোয়াখালীর হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৩

সময় ট্রিবিউন | ২১ অক্টোবর ২০২১, ১৮:১৫

ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২০ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার ১৬ নং কাদিরপুর ইউনিয়নের আব্দুল মালেক পাটোয়ারীর ছেলে মো. ইলিয়াস (৩৫), ৭নং একলাশপুর ইউনিয়নের আবুল বাসারের ছেলে মো. মিজানুর রহমান (৩০) ও একই ইউনিয়নের মৃত আবদুল মমিনের ছেলে খলিলুর রহমান (৫৫)। 

শহীদুল ইসলাম বলেন, চৌমুহনীর পূজামণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ ও স্থিরচিত্র দেখে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত ৮০ জন গ্রেফতার রয়েছে।

 


আপনার মূল্যবান মতামত দিন: