দোহারে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

দোহার প্রতিনিধি | ২০ অক্টোবর ২০২১, ১৩:১৫

ছবিঃ সংগৃহীত

ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় মারজানা (৫) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন মৃত শিশুর পরিবার ও বিক্ষুব্ধ এলাকাবাসী। 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে প্রচণ্ড জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারজানাকে ভর্তি করা হয়। এ সময় ডিউটিরত চিকিৎসক চিকিৎসাপত্র দেন। সে অনুযায়ী ওষুধ চলতে থাকে। কিছুক্ষণ পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শিউলি আক্তারকে খুঁজতে থাকেন ইউনুস। অনেক খোঁজাখুঁজি করেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যায়নি তাকে। বিষয়টি নার্সকে জানালে দায়িত্বে থাকা একজন নার্স তার মেয়েকে ঘুমের ওষুধ দেন। এর কিছুক্ষণ পর তার মেয়ে মারা যায়। পরে মৃত মেয়েকে কোলে নিয়ে রাস্তায় নেমে চিৎকার করেন তিনি। 

এদিকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চর লটাখোলা এলাকার শতাধিক মানুষ অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে জয়পাড়া থানার মোড় থেকে সরকারি হাসপাতাল পর্যন্ত প্রধান সড়ক অবরোধ করে রাখেন। এ সময় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দোহার থানা পুলিশ। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো.জসিম উদ্দিন জানান, তদন্ত কমিটির মাধ্যমে ভুল চিকিৎসার বিষয়ে ক্ষতিয়ে দেখা হবে। চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার প্রমাণ পেলে চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: