কলাপাতায় মোড়ানো নবজাতক উদ্ধার

সময় ট্রিবিউন | ১৯ অক্টোবর ২০২১, ০১:১১

ছবিঃ সংগৃহীত

হঠাৎ রাস্তার পাশ নবজাতকের কান্নার শব্দ শুনে ছুটে যান গ্রামবাসী পরে তারা কান্নার উৎস অনুসন্ধান করে রাস্তার পাশ থেকে কলাপাতায় মোড়ানো অবস্থায় একটি নবজাতক উদ্ধার করেন।

রোববার (১৭ অক্টোবর) রাত ১২টার দি‌কে কি‌শোরগঞ্জ সদর উপ‌জেলার মাইজখাপন ইউনিয়‌নের বড়খাপন এলাকার রাস্তার পাশ থেকে নবজাতকটি উদ্ধার করা হয়। উদ্ধার করা নবজাতক শিশুটি ছেলে। পরে স্থানীয় ইউপি সদস্যের সহ‌যো‌গিতায় নবজাতকটিকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, ‌নবজাতককে হাসপাতা‌লের ইনসেনটিভ কেয়ার ইউনিটে রেখে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে। সেখা‌নে হাসপাতা‌লের নার্স ও ওই এলাকার বড়খাপন গ্রা‌মের নিঃসন্তান এক নারী সেবাযত্ন কর‌ছেন। পিঁপড়ার কাম‌ড়ে শিশুটি কিছুটা আহত হ‌য়ে‌ছে। বাম পা‌য়ে সামান্য আঘা‌তের চিহ্নও আছে।



আপনার মূল্যবান মতামত দিন: