-2021-10-17-16-29-06.jpg)
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে শ্রীপুর-রাজাবাড়ী সড়কের জয়নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মো. কাজল সরদার (৩০) শ্রীপুরের মালিপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ও মো. আবুল কালাম (৪০) একই উপজেলার ভিটিপাড়া গ্রামের আবদুল বাতেনের ছেলে।
শ্রীপুর থানার এসআই আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৮টার দিকে শ্রীপুর-রাজাবাড়ী সড়কের জয়নারায়ণপুর এলাকায় একটি ট্রাক চলন্ত মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
আপনার মূল্যবান মতামত দিন: