অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি | ১৬ অক্টোবর ২০২১, ০৪:২৭

ছবিঃ সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে অতিরিক্ত মদপানে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ভ্যানযোগে বাড়ি থেকে শারদীয় দুর্গামণ্ডপ দেখার জন্য উপজেলা সদরে যায় আলমপুর ইউনিয়নের বস্তাবর চৌঘাট তালপাড়ার আদিবাসী পল্লীর ৫ যুবক। সেখানে গিয়ে দুর্গোৎসব উপলক্ষে চোলাইমদ পান করে তারা। 

পূজামণ্ডপ দেখে ভোর ৪টার দিকে বাড়িতে ফেরার পথে বীরগ্রাম চারমাথা মোড়ে যাওয়ার পর তাদের ভ্যানটি উল্টে যায়। এতে নীতিশ পাহান (১৯) আহত হয়।

শুক্রবার সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় সে মারা যায়। l

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন মোসা. আনজুমান আরা বলেন, অতিরিক্ত মদপানে ওই যুবক মারা গেছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ কেএম রাকিবুল হুদা বলেন, সুরতহাল তৈরি করে কোনো অভিযোগ না থাকায় সৎকারের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি জিডি দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: