জেলেদের জালে ধরা পড়ল ২ ডলফিন

সময় ট্রিবিউন | ১৪ অক্টোবর ২০২১, ০২:১৫

ছবিঃ সংগৃহীত

যমুনা নদীতে জেলেদের জালে গত দুই দিনে দুটি ডলফিন ধরা পড়েছে। তবে মৎস্য বিভাগের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রনি সাহা। 

জানা গেছে, গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া নদীর ঘাটে একটি ডলফিন দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে নিতে দেখা যায় দুইজন ব্যক্তিকে। তারা জানান, নদীতে মাছ ধরার সময় তাদের জালে ডলফিনটি ধরা পড়েছে। তারা এটি বিক্রি করবেন। 

এর আগের দিন সোমবার একই উপজেলার চরকাটারি বোর্ডঘর এলাকায় যমুনা নদী থেকে আরও একটি ডলফিন জেলেদের জালে ধরা পড়ে। ওই এলাকার মানিকগঞ্জ-১৮০০ (ব্যাকআপ) নামের একটি ফেসবুক গ্রুপে ডলফিনের ছবি পোস্ট করা হয়। 



আপনার মূল্যবান মতামত দিন: