কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এক নারী কবিরাজের চিকিৎসায় এক গৃহবধূর মুখমণ্ডল ঝলসে গেছে। এ ঘটনায় এলাকাবাসী নারী কবিরাজ ছকিনা বেগম ও তার সহযোগী জাহানারা বেগমকে আটক করেছে পুলিশ।
সোমবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার দেওয়ানের খামার (লাকী হল পাড়া) গ্রামে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী গৃহবধূ ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীর স্বামী বলেন, ‘হাসিনা বেগম বেশ কিছুদিন ধরে অসুখে ভুগছিলেন। নাগেশ্বরী উপজেলার উত্তর ব্যাপারীহাট নামক এলাকা থেকে ছকিনা বেগম নামের এক নারী কবিরাজ প্রতিবেশী আমিনুরের বাড়িতে চিকিৎসা দিতে আসতেন। সোমবার আমার স্ত্রীকে চিকিৎসার জন্য ওই কবিরাজের কাছে নেওয়া হয়। চিকিৎসার নামে কবিরাজ কী করেছে জানি না! এতে হাসিনা বেগমের সারা মুখে ফোসকা উঠেছে। তার শরীরে আঘাতের চিহ্নও আছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. সাদ্দাম হোসেন সাংবাদিকদের বলেন, ‘হাসিনা বেগমের মুখমণ্ডলের অনেকটা অংশ ঝলসে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চিকিৎসার নামে ওই নারীর মুখে রাসায়নিক জাতীয় কোনও পদার্থ লাগানো হয়ে থাকতে পারে। তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
ভুরুঙ্গামারী থানার ইন্সপেক্টর আজহার আলী বলেন, ‘এলাকাবাসী এক নারী কবিরাজ ও তার সহযোগীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে তারা আমাদের হেফাজতে রয়েছে। এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আপনার মূল্যবান মতামত দিন: