মাদারীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে এসিড নিক্ষেপ

মাদারীপুর প্রতিনিধি | ১০ অক্টোবর ২০২১, ২৩:০৮

ছবিঃ সংগৃহীত

যৌতুক না দেওয়ায় মাদারীপুরে সাত মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে এসিডে ঝলসে দেওয়ার অভিযোগে স্বামী ও শ্বশুরকে আটক করা হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার কালাইমারা গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন- মাদারীপুর সদর উপজেলার মাদ্রা এলাকার সোবাহান শেখ ও তার ছেলে সুমন শেখ।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিয়া বলেন, সুমন শেখের সঙ্গে নয় মাস আগে পাশের কালাইমারা গ্রামের ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময়ে যৌতুক দাবি করে আসছিল। এ ঘটনায় পাঁচ মাস আগে মেয়েটি তার বাবার বাড়ি চলে যায়। ঘটনাটি স্থানীয়ভাবে বেশ কয়েকবার মীমাংসার চেষ্টা করেও লাভ হয়নি।

শনিবার সন্ধ্যায় সুমন ও তার বাবা সোবাহান মেয়েটির বাবার বাড়ি যায়। এক পর্যায়ে তারা ওই গৃহবধূকে কৌশলে ডেকে ঘরের পেছেনে নিয়ে গিয়ে তার উপর এসিড নিক্ষেপ করে। এ সময় ওই নারীর হাত ও মুখ ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, ঘটনার পর পালিয়ে যাবার সোবাহানকে এবং অভিযান চালিয়ে মাদ্রা এলাকা থেকে সুমনকে আটক করে পুলিশ।

মাদারীপুর সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার মো. মনিরুজ্জামান পাভেল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাটারির পানি মিশ্রিত এসিড নিক্ষেপ করা হয়েছে। রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচেছ।

এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন: