পদ্মায় ইলিশ ধরার অপরাধে গ্রেফতার ৮

রাজবাড়ী প্রতিনিধি | ৭ অক্টোবর ২০২১, ১৯:২৮

ছবিঃ সংগৃহীত

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ ধরার অপরাধে রাজবাড়ীতে ৮ জেলেকে আটক করা হয়। 

বুধবার (৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট এর একটি টহল টিম রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করছিলেন। এ সময় মা ইলিশ ধরছিলেন জেলেরা। অভিযান চালিয়ে ৮ জনকে আটক করে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা বলেন, সামনে মা ইলিশ রক্ষায় আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সরকারি নির্দেশনা অমান্য করে মৎস্য আহরণকারী সব প্রকার নৌকা, ট্রলার ও জাল বাজেয়াপ্ত করা হবে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত অভিযান অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর