ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ নিহত ২

সময় ট্রিবিউন | ৬ অক্টোবর ২০২১, ০৬:৪১

মরদেহ-প্রতীকী ছবি

যশোরের শার্শা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুই যাত্রী মারা গেছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার জামতলা মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নাভারন হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, দুপুরে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের শার্শার জামতলা মাদ্রাসা মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহত সিএনজিচালক নুরু গাইন (৪৫) শার্শার বাগআঁচড়া সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে। অন্যজন সিএনজি যাত্রী রাকিবুল ইসলাম রাকিব (১৮)। তিনি শার্শার সামটা গ্রামের মফিজুর রহমানের ছেলে।

ওসি আরো জানান, বাগআঁচড়া থেকে নাভারনের উদ্দেশ্যে ছেড়ে আসা সিএনজি জামতলা-সামটা মাদ্রাসা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এটিকে ধাক্কা দেয়। এতে নুরু ও রাকিব মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়।



আপনার মূল্যবান মতামত দিন: