ঝিনাইদহে আদালতে বিস্ফোরণ, নিহত ১

সময় ট্রিবিউন | ৩ অক্টোবর ২০২১, ২২:০৯

সংগৃহীত

ঝিনাইদহে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানা র‌্যাক তৈরির কাজের সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়াও এক পুলিশ সদস্যসহ আরও চারজন শ্রমিক আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, বিস্ফোরণের একজনের হাত-পা বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে-ছিটিয়ে মাটিতে পড়েছে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটেছে।

ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানা র‌্যাক তৈরির কাজ চলছিল। এ সময় তারা কাজের জন্য ভেতরে কিছু জিনিসপত্র নিয়ে গিয়েছিল। পরে র‌্যাক বানানোর সময় কোনোভাবে বিস্ফোরণের ঘটেছে। ধারণা করা হচ্ছে, কোনো সিলিন্ডার থেকে এই ঘটনা ঘটেছে।’

পুলিশ সুপার আরও বলেন, এই ঘটনায় একজন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। তাদের সবাইকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম, পরিচয় জানা যায়নি বলেও জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।


আপনার মূল্যবান মতামত দিন: