চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পাকা ইউনিয়নের পদ্মা নদীর লক্ষ্মীপুর চর এলাকায় নৌকাডুবির ঘটনায় আজ সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করেছে। এদিকে বুধবার রাতে আরও আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এ নিয়ে নৌকাডুবির ঘটনায় মোট ২৮ জনকে জীবিত উদ্ধার করা হল। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং এখনও নিখোঁজ রয়েছে ২৫ জন।
নিহত ব্যক্তিরা হলেন- শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল আলমের স্ত্রী নিলফার বেগম, তার নাতনি মায়সা খাতুন এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর গ্রামের ফিটুর দুই শিশুসন্তান আয়েশা ও আসমাউল।
আপনার মূল্যবান মতামত দিন: