খুলনার ডুমুরিয়ায় বালুভর্তি একটি ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাকটিও খাদে পড়ে যায়।
শুক্রবার দুপুর সন্ধ্যায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে পূর্ব জিলের ডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টার পর মরদেহগুলো উদ্ধার করে।
এখন পর্যন্ত কারো পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, সন্ধ্যায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে একটি অটোরিকশা যাচ্ছিল চুকনগরের দিকে। পূর্ব জিলের ডাঙ্গা এলাকায় অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয় বালুভর্তি ট্রাকটি। এতে অটোরিকশাটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বালু ভর্তি ট্রাকটিও। এ সময় একজন নারীর লাশ উদ্ধার করা সম্ভব হলেও অটোরিকশায় থাকা ড্রাইভারসহ অন্য যাত্রীদের উদ্ধার করা যায়নি।
বালু ভর্তি ট্রাক থেকে বালু নামিয়ে, ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা প্রায় ৩ ঘণ্টার চেষ্টা চালিয়ে আরও ৩ জনের মরদেহ উদ্ধার করে। এ সময় উদ্ধার করাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। এ ঘটনায় অটোরিকশার এক আরোহীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ট্রাক ড্রাইভার ও ট্রাকের হেলপার পালিয়ে যায়।
আপনার মূল্যবান মতামত দিন: