সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে অন্তত ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সিরাজগঞ্জ ট্রাফিক পরিদর্শক খালেকুজ্জামান সালেক জানান, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে গোলচত্বর রুটের নলকা মোড় ও সীমান্ত বাজার এলাকা থেকে যানজট শুরু হয়।
পরে ধীরে ধীরে এ যানজট পূর্বদিকের কড্ডার মোড় ও পশ্চিমে হাটিকুমরুল পর্যন্ত ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, মহাসড়কের নলকা সেতুর পশ্চিম পাশের রাস্তায় খানাখন্দ থাকায় গাড়ি ধীরগতিতে চলাচল করে। এ কারণেই যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া সীমান্ত বাজার এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে যানজট তীব্র আকার ধারণ করেছে। যানজট নিরসনে চেষ্টা করছে পুলিশ।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: